ভারী বর্ষণে জলাবদ্ধতা, সড়কে হাঁটু পানি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে গত কয়েক দিনের মাঝারি থেকে ভারী বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণজনিত জলাবদ্ধতায় নগরীর নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে।
জৈষ্ঠের শেষ প্রান্তিকে এ বৃষ্টিপাত শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। রোববার রাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকে। সোমবার ভোর থেকে শুরু হয় টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণ। এতে জলাবদ্ধতায় নগরীর নিচু এলাকার সড়ক, লেইন, বাই-লেইন হাটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।
নগরীর বৃহত্তর বাকলিয়ায় বিভিন্ন অংশ,বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, সিডিএ এভিন্যুর ষোলশহর ২ নং গেইট থেকে মুরাদপুরের মধ্যবর্তী এলাকা, চান্দগাঁও বি-ব্লক, চকবাজার, শুলকবহর, নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা খ্যাত আগ্রাবাদের সরকারি কমার্স কলেজ, হোটেল আগ্রাবাদ, হালিশহর মোগলটুলি, পাথারঘাটা এলাকার বিভিন্ন সড়ক হাঁটু পানিতে ডুবে গেছে। সবচেয়ে দুর্ভোগে পড়েন সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়া নানা পেশার মানুষ। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার কারণে সৃষ্ট যানজটে মানুষের ভোগান্তি চরমে।