আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভিন্ন রূপে আসছেন মেহজাবীন

ভিন্ন রূপে আসছেন মেহজাবীন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২১ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নান্দনিক অভিনয়ে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন নন্দিত এই তারকা। অভিনয় গুণে ছোট-বড় সবার কাছেই হয়ে ওঠেছেন প্রিয়। নির্মাতাদের কাছে ওঠেছেন আস্থার প্রতীক। নাটকের বাইরেও তাকে মাঝেমধ্যে দেখা মেলে বিজ্ঞাপনে। সেখানে নানা চমক নিয়ে হাজির হন এ তারকা।

সম্প্রতি একটু মুঠোফোন কোম্পানির নতুন ভার্সনের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন মেহজাবীন। টেকনো স্পার্ক-৮ ভার্সনের নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিনহুইল ফিল্মস প্রোডাকশনের আজমান রুশো। রাজধানীর নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে তিনদিন ব্যাপী এর চিত্রায়ন হয়েছে। বিজ্ঞাপনটিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে ‘চিরকাল আজ’ খ্যাত এই অভিনেত্রীকে।

মেহজাবীন চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, ‘টেকনো মুঠোফোন কোম্পানি টেকনোর শুভেচ্ছাদূত হয়েছি বেশ আগেই। যার কারণে তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও এন্ডরসমেন্টের কাজে অংশ নিচ্ছি। মুঠোফোনটি নতুন ভার্সন নিয়ে এসেছে যেটাতে নতুন অনেক ফিচার রয়েছে। গেইমিংয়ের জন্য খুবই ভালো। হেলিও জি-এইটি ফাইভ গেমিং প্রসেসর, যা বেশ অত্যাধুনিক।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের কাজটি করে বেশ ভালো লেগেছে। বেশ গোছানো এবং পরিচ্ছন একটি টিম পিনহুইল ফিল্মস প্রোডাকশন। এখানে আমাকে বিভিন্ন রূপে দেখা যাবে। বিখ্যাত গেইমস ‘কিং অব ফাইটারস ৯৬’ এর জনপ্রিয় চরিত্র লিউনা হাইদারনের লুকেও দেখা যাবে আমাকে। খুবই ইন্টারেস্টিং কনসেপ্টে কাজটি হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’

পিনহুইল ফিল্মস প্রোডাকশনের প্রযোজক রিজুতি স্বর্ণা বলেন, ‘মুঠোফোনটির নতুন ফিচারগুলোকে মাথায় রেখেই ভিন্নধর্মী কনসেপ্টে কাজটি করা হয়েছে, যেন দর্শকের কাছে বিষয়টি উপভোগ্য হয়ে উঠে। মেহজাবীন আপু ভীষণ আন্তরিক একজন মানুষ, উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় চমৎকার।’

শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।