আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ভিশন বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভিশন বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


Photo_Visioকাগজ অনলাইন ডেস্ক: বৈশাখ উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছে ভিশন ইলেকট্রনিক্স।

বুধবার (০১ জুন) রাজধানীর প্রাণ-আরএফএল কার্যালয়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিশন-এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ।

গত এপ্রিল মাসে পহেলা বৈশাখ উপলক্ষে ভিশন ইলেকট্রনিক্সের ফেসবুক পেজে ফ্যানদের ছবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ১৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ভিশন ব্র্যান্ডের ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন, রাইস কুকার, ও স্টিম আয়রন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ ও মোহিত চক্রবর্তী, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন এবং বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।