আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভেঙে যাচ্ছে নেহার সংসার?  

ভেঙে যাচ্ছে নেহার সংসার?  


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ৫:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা। এদিকে, জোর গুঞ্জন উড়ছে— ভেঙে যাচ্ছে নেহা-রোহানের সংসার। মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন। এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।

চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।