আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষে নিহত ২৬

ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষে নিহত ২৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভেনিজুয়েলায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ৩৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ। তিনি বলেন, আহতদের মধ্যে ৩৮ জন পুলিশের মধ্য ১০ জন কর্মকর্তাও আছেন। এ ছাড়া ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এদিকে, দেশটির বিরোধী দলীয় সেতারা অভিযোগ করছেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।