ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল ১০ শতাংশ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২২ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : সাধারণত ভোজ্যতেলের উৎপাদন স্তরে ১৫ শতাংশ, ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ও আমদানি স্তরে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ভোজ্যতেলের উর্ধগতি রোধে উৎপাদনও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমাল সরকার। এরই প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গতকাল বুধবার এই সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি পর্যায়ে পরিশোধিত ও অপরিশোধিত এবং পাম অয়েলের আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর এই আদেশ আগামী জুন পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়। সেই প্রজ্ঞাপনেও ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।
এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে, সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।