আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব খান

ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২২ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ৬ এপ্রিল ভোটার তালিকা হালনাগাদে তার নাম উঠে আসবে বলে জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, প্রযোজক ও পরিবেশক সমিতিতে তার কাগজপত্রে যে ঝামেলা ছিল তা ঠিক করে আপিল করেন শাকিব খান। এখন আর তার কাগজে ঝামেলা নেই। ভোটার তালিকা হালনাগাদে তার নাম এলে ভোট দিতে আর কোনো বাধা থাকবে না এই চিত্রনায়কের। বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ বিকেলে সমিতির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তখন সব বলতে পারব।’

এর আগে গত মাসের ২৫ তারিখ নিয়ম না মানায় শাকিবের ভোটাধিকার বাতিল করা করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি। সে সময়ই জানানো হয়, শাকিব আপিল করার সুযোগ পাবেন।

গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছেন প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে।  শাকিব খান শিল্পীর পাশাপা‌শি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তিনি চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তার এসকে ফিল্মসের ব্যানারে সর্বশেষ এসেছে ‘বীর’ সিনেমা‌টি।