ভোটারদের মাঝে আস্থা ফিরেছে : ইসি আলমগীর
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
রাজবাড়ী প্রতিনিধি : তীব্র গরমেও গত নির্বাচনে সত্তর থেকে আশি ভাগ ভোটার উপস্থিতি হয়েছে, নিশ্চই ভোটারদের মাঝে আস্থা ফিরেছে, ভোটাররা তাদের ভোট দিতে পারবে। গরমের মাঝে মানুষের কষ্ঠ হবে, তারপরও বাংলাদেশের মানুষ একটু ভালো পরিবেশ পেলে ভোটকে উৎসব মনে করে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বেলা ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নুং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গের সঙ্গে মত বিনিময় সভা হয়। সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, স্থানীয় ভাবে কোনো এমপি মন্ত্রী বা বড় কোনো কর্মকর্তা ও আত্মীয়-স্বজন প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোন প্রার্থীর পক্ষে তারা প্রচার চালাতে পারেন না। সেটা তারা করলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং পক্ষে প্রচারণাকারী এমপি-মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা ও জেলার ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।