ভোট গণনার শুরুতেই ভারতে শেয়ারবাজারে বড় পতন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৪ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই আজ ভারতের শেয়ার মার্কেটে বড় পতন হয়েছে। সেনসেক্সের সূচকের পতন হয়েছে কমপক্ষে ২০০০ পয়েন্ট। এনএসই নিফটির ৫০ সূচকের পতন হয়েছে শতকরা ৩.০৩ ভাগ। এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্সের সূচক পড়ে গেছে শতকরা ৩ ভাগ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। আগের দিন ভারতের শেয়ার বাজারে বেশ চাঙ্গাভাব দেখা দেয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট ২৭২ আসনের বেশি আসনে এগিয়ে থাকার পরও শেয়ারবাজারে অনিশ্চয়তা দেখা দেয়। কারণ, এ পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে তা মোট ভোটের একটি ভগ্নাংশ মাত্র। ফলে কে হাসবেন শেষ হাসি- তা এখনও পরিষ্কার নয়। এতে বলা হয়, সোমবার এই শেয়ারবাজারে সূচক বৃদ্ধি পায় শতকরা কমপক্ষে ৩ ভাগ।
বুথফেরত জরিপের ফল প্রকাশ হওয়ার পর প্রায় ৪০ মাসের মধ্যে এটাই ছিল সেখানে সর্বোচ্চ রেকর্ড। বুথফেরত জরিপে বলা হয়, বিজেপি নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হতে পারে। সেনসেক্সে আজ মঙ্গলবার সবচেয়ে বেশি পতন হয়েছে ৩০টি কোম্পানির। এর মধ্যে আছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রিলায়েন্স, লারসেন অ্যান্ড টাব্রো, পাওয়ার গ্রিড, এনটিপিসি, এইচডিএফসি ব্যাংক। শুধু লাভবান হয়েছে সান ফার্মা ও নেসলে।