আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভোট দিলেন সাবের হোসেন চৌধুরী

ভোট দিলেন সাবের হোসেন চৌধুরী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


জ্যেষ্ঠ প্রতিবেদক : সারাদেশে রোববার (৭ জানুয়ারি) একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন সকাল ৮টা ২০ মিনিটে ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সকালে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দেন। ভোটগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠ আছে। ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরের পরিবেশ দেখে ভালো লেগেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ইতিবাচক। আমি আশা করছি ভোটাররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।