‘ভোট নাগরিক অধিকার, কোনোভাবেই মিস করা উচিত নয়’
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। এবার ভোটের অপেক্ষা। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। ভক্তদের জানা নেই তারা কোথায় ভোট দেবেন বা কোন আসনের ভোটার তারা। চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ঢাকা-১৮ আসনের ভোটার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যদের মতো তারও আগ্রহ রয়েছে। তবে ভোট দেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না ববি। ববি বলেন, ‘৩ জানুয়ারি এক মাসের জন্য অস্ট্রেলিয়া এসেছি। মা ও বোনের সঙ্গে সেখানেই আছি। দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করা ছিল। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারব না।’ এ নিয়ে মন খারাপ ববির। তিনি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনি তফসিলও ঘোষণা করা হয়নি। যদি তখন জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাই হোক এটি আমার জন্য দুর্ভাগ্য।’