ভোট বর্জনে ছাত্রদলের লিফলেট বিতরণ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৪ , ৩:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে প্রতিবেদক : সরকার পদত্যাগের একদফা এবং ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচএম আবু জাফর, সহসাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, সহসাংগঠনিক সম্পাদক আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আল আমিন মৃধা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন ফরাজিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।