ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলের মৃত্যু
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ভোলা: ভোলা সদর উপজেলার তুলতালী এলাকায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে আরিফ (১০) নামে এক শিশু জেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই জেলে।
বুধবার (১ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ উপজেলার কাচিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে।
আহত রুবেল (২৫) ও তানজিলকে (২২) উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে দৌলতখানগামী এমভি সম্পদ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে যায়। এসময় আরিফ পানিতে ডুবে নিখোঁজ হয় এবং রুবেল ও তানজিল আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় জেলেরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে নিখোঁজ আরিফের মৃতদেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান,
এদিকে, লঞ্চ মালিক গোলাম নবী আলমগীরের দাবি, সম্পদ লঞ্চের ধাক্কায় কোনো জেলে নৌকা ডোবেনি, নদীর কুমে (গভীর পানির স্থল/খাদ) পড়ে নৌকটি ডুবেছিল।