আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভ্যাকসিন কার্যক্রম চালু করলো থাইল্যান্ড

ভ্যাকসিন কার্যক্রম চালু করলো থাইল্যান্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২১ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। রোববার ভ্যাকসিন গ্রহণ করেন দেশটির মন্ত্রী ও স্বাস্থ্য কর্মকর্তারা। এরপরই দেশব্যাপী ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। দেশটি চীনের সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিন প্রদান করছে। দেশের ডেপুটি প্রধানমন্ত্রী আনুতিন চারনভিরাকুল প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেন। একইসঙ্গে তিনি থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
আনুতিন বলেন, আমি আশা করছি এই ভ্যাকসিন কার্যক্রমের ফলে দেশের মানুষ নিরাপদ থাকবে এবং করোনাভাইরাসের সংক্রমণও থেমে যাবে। থাইল্যান্ড দ্রতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাই প্রধানমন্ত্রী চান-ওচাও। তবে চীনের এই ভ্যাকসিন শুধু ১৮ থেকে ৫৯ বছর বয়স্কদের জন্যেই কার্যকরি। তাই ৬৬ বছর বয়সী প্রধানমন্ত্রী এই ভ্যাকসিন গ্রহণ করেননি।