আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভ্যাকসিন ক্লিনিকগুলোয় ছুটে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভ্যাকসিন ক্লিনিকগুলোয় ছুটে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভ্যাকসিন প্রাপ্তিতে পিছিয়ে থাকলেও যতোটা ভ্যাকসিন পাওয়া গেছে সেগুলো যাতে কার্যকরভাবে ব্যবহৃত হয় সেজন্য কোনোপক্ষেরই চেষ্টার অন্ত নেই। সংখ্যার চেয়েও অগ্রাধিকার গুরুত্ব পাচ্ছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে।
ফ্রন্টলাইনারদের পর সাধারণ নাগরিকদের সত্তরের বেশি বয়স্করা এখন টিকার তালিকায় থাকলেও কারো ‘ক্রনিক মেডিকেল কন্ডিশন’ থাকলে তারা আগেভাগ ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন। তাদের বেলায় বয়সের শর্ত কোনো বাধা হয়ে দাড়াচ্ছে না।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও হঠাৎ হঠাৎ ছুটে যাচ্ছেন ভ্যাকসিন ক্লিনিকগুলোয়, খোঁজ খবর করার চেষ্টা করছেন ভ্যাকসিনের দেওয়া-নেওয়া সম্পর্কে। আজ (বুধবার) সকালে তিনি গিয়েছিলেন রাজধানী শহর অটোয়ার একটি ভ্যাকসিন ক্লিনিকে। সেখানে তিনি নাগরিকদের সঙ্গে কথা বলেন, ধন্যবাদ জানান স্বাস্থ্যকর্মীদের, মানুষের জন্য তাদের অসাধারণ ভূমিকার জন্য।