আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মক্কায় ১৫০০ মসজিদ খুলছে রোববার

মক্কায় ১৫০০ মসজিদ খুলছে রোববার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পবিত্র হজের কয়েক সপ্তাহ আগে রোববার থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রায় তিন মাস মসজিদগুলো বন্ধ ছিল। সৌদি আরব কর্তৃপক্ষ বিশেষ করে মক্কাকে করোনামুক্ত রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র পরিচালিত আল আকবরিয়া টেলিভিশন চ্যানেল দেশটির ইসলাম সম্পর্কিত মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উদ্ধৃত করে বলেছে, পবিত্র মক্কার মসজিদগুলো করোনা ভাইরাসের কারণে তিন মাস বন্ধ রাখার পর খুলে দেয়া হবে রোববার থেকে। এমন ঘোষণার পর এই নগরীতে অবস্থিতি প্রায় ১৫০০ মসজিদ প্রস্তুত করা হচ্ছে মুসল্লিদের জন্য। এর ভিতরের মেঝে ও কার্পেট জীবাণুমুক্ত করতে দেখা গেছে। উল্লেখ্য, পবিত্র হজের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। জুলাই মাসের শেষের দিকে হজ হওয়ার কথা। কিন্তু এ বছর হজব্রত পালন করা হবে নাকি বাতিল করা হবে এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি কর্তৃপক্ষ। মক্কার বাইরে সারাদেশে মসজিদ খুলে দেয়া হয়েছে মে মাসের শেষের দিকে। কিন্তু সামাজিক দূরত্ব ও অন্যান্য পদক্ষেপ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত কমপক্ষে এক লাখ ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২০০ জন।