আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মঠবাড়িয়ায় নদীতে ডুবে জেলের মৃত্যু

মঠবাড়িয়ায় নদীতে ডুবে জেলের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


pirojpurপিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুলাতলা এলাকায় বলেশ্বর নদীতে ডুবে সুমন মিয়া (১৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুমন উপজেলার তুষখালী ইউনিয়নের জালখালী গ্রামের জেলে শহীদুল ইসলামের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নদী থেকে জাল তোলার সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় সুমন। এরপর প্রবল স্রোতে জালের মধ্যে আটকে যায় সে।

এ সময় সুমনের সঙ্গে থাকা রাকিব চিৎকার করলে আশপাশের জেলেরা ছুটে এসে সুমনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।