আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মনির হোসেন জীবনের `দোষ’

মনির হোসেন জীবনের `দোষ’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  কন্ঠ শিল্পী “জয়ের’ দোষ নামক একটি মৌলিক গানের শিরোনাম নিয়ে চমৎকার একটি মিউজিক্যাল ফিল্ম “দোষ’ নির্মাণ করলেন খ্যাতিমান পরিচালক মনির হোসেন জীবন। রুপগঞ্জের মনোরম লোকেশন শীতলক্ষা রিসোর্টে এই মিউজিক্যাল ফিল্মটির শুটিং করা হয় । গানটিতে মডেল হিসাবে অভিনয় করেছেন কন্ঠ শিল্পী জয় নিজে এবং সহ শিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

গল্প গানের প্রতিপাদ্য বিষয় টা এই রকম – ভালবাসার মানুষের সাথে চলতে গেলে আমরা অনেক সময় ইমোশনালী ছোট ছোট ভুল করে থাকি। সেই ভুল গুলোকে যদি আমরা বড় করে না দেখে, দোষ না ধরে, ভুল গুলোকে ভুল না ভেবে, ফুল হিসেবে ধরে নেই, তাহলেই আমাদের জীবনটা ভালবাসায় পরিপূর্ণ হয়ে উঠে । এই রকম একটি চমৎকার গল্প নিয়ে এই মিউজিক্যাল ফিল্ম “দোষ” নির্মাণ করেছেন মনির হোসেন জীবন।

গানের কথা লিখেছেন-লক্ষন কুমার এবং সুর ও সংগীত- করেছেন রাজিব হোসেন। কেন্ঠ শিল্পী- জয়, চিত্রগ্রাহক ছিলেন কাউসার আহমেদ, রূপসজ্জা-জহির, আহমেদ, স্থিরচিত্র- কামরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাযহার সুমন। প্রযোজনা- সাউন্ড বিডি।