আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মনোনয়ন জমা দিয়েই মিষ্টি বিতরণ আওয়ামী লীগ প্রার্থী নান্নুর

মনোনয়ন জমা দিয়েই মিষ্টি বিতরণ আওয়ামী লীগ প্রার্থী নান্নুর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২১ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিরাজগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার পর মনোয়নপত্র জমা দিয়েই মিষ্টি বিতরণ করে নিজেকে চেয়ারম্যান হিসেবে দাবি করে সু-সজ্জিত তোরণ নির্মাণ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম নান্নু। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছে ভোটের আগেই চেয়ারম্যান হলেন কেমনে?
শনিবার সন্ধ্যায় সরজমিনে দেখা যায়, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনে একটি তোরণের উপরের অংশে লেখা রয়েছে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আর নিচের দুই অংশে লেখা রয়েছে শুভেচ্ছান্তে মো. রফিকুল ইসলাম নান্নু। চেয়ারম্যান ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। পাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, নান্নুকে সবাই বিএসসি মাস্টার বলে চেনে। সে কখনও আওয়ামী লীগ করেনি।
তার নির্বাচনী পোস্টারে রাজনৈতিক কোন পদবী না থাকলেও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। যে কারণে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে এই নান্নু বিএসসি। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নান্নুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমপির আগমন উপলক্ষে ওই তোরণ আমি লাগিয়েছি। তবে চেয়ারম্যান শব্দের পর পদ-প্রার্থী শব্দটি মিস্টেক হয়ে গেছে। এটা আমার ভুল না কম্পিউটারের ভুল। আর মানুষ মিষ্টি খেতে চাইলো তাই সবাকে নিয়ে একটু মিষ্টি মুখ করেছি। আল্লাহ চাইলে চেয়ারম্যান তো হতেই পারি।
অপরদিকে এমন ঘটনায় সাধারণ ভোটারদের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বর্তমান দায়িত্বে থাকা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি বলেন, ওই তোরণ শুক্রবার সকালে পরিষদের প্রধান ফটকের সামনে লাগানোর পর থেকেই আমি বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন কাজ কান্ডজ্ঞানহীনতার পরিচয়।