আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি মমতাকে শাড়ি ও কবিতা পাঠালেন এরশাদ

মমতাকে শাড়ি ও কবিতা পাঠালেন এরশাদ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Mamota-Ershadঅনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতায় টানা দ্বিতীয়বারের মতো ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেয়ার পর থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের এই মূখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শাড়ি ও নিজের লেখা কবিতার বই শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

জানা গেছে, পশ্চিমবঙ্গে বসবাসকারী এরশাদের ভাতিজা আহসান হাবিব সম্প্রতি ঢাকায় এলে তার কাছে মমতার জন্য এই উপহার দেন তিনি।মমতাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠিও দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

এছাড়া এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তার বাল্যবন্ধু প্রয়াত কমল গুহের ছেলে উদয়ন গুহের বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন।