আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মমতার বিজয়: মনোনয়ন না পাওয়া নুসরাত কী বললেন?

মমতার বিজয়: মনোনয়ন না পাওয়া নুসরাত কী বললেন?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতীয় বাংলা সিনেমার আলোচিত নায়িকা নুসরাত জাহান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিহারহাট আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। প্রথমবার টিকিট পেয়েই বিজয়ের হাসি হাসেন এই অভিনেত্রী। তবে এবারের লোকসভা নির্বাচনে নানা কারণে টিকিট পাননি নুসরাত। ফলে এ আসনে প্রার্থী হন হাজী নুরুল ইসলাম। ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সাত দফায় অনুষ্ঠিত হয়। গতকাল ভোট গণনা হয়। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৯টি পেয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে গতবারের চেয়ে এবার আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে বিজেপি। তবে পুরো নির্বাচনে নুসরাত জাহানের কোনো রাজনৈতিক কার্যক্রম চোখে পড়েনি। তৃণমূলের জয়জয়কারের পর নুসরাত জাহান কী বলছেন?

লোকসভা নির্বাচনে নুসরাত জাহান মনোনয়ন না পেলেও তৃণমূল ছাড়েননি। এ কথা আগেই জানিয়েছেন তিনি। এবার শুভেচ্ছা জানিয়ে তা আরেকবার পরিষ্কার করলেন নুসরাত।