মহামারী ঠেকাতে জোট গঠন ইউরোপের
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় ইউরোপীয় কয়েকটি দেশের নেতারা একটি ‘আন্তর্জাতিক জোট’ গঠনের ঘোষণা দিয়েছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় যৌথভাবে লেখা একটি নিবন্ধে এ ঘোষণা দিয়েছেন তারা। সোমবার এ বিষয়ে একটি অনলাইন কনফারেন্স আয়োজিত হবে। করোনা ঠেকাতে জোটের পক্ষ থেকে সাড়ে সাত বিলিয়ন ইউরো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ কোভিড-১৯ এর টিকা উদ্ভাবন ও চিকিৎসায় কাজে লাগানো হবে। ‘গ্লোবাল কো-অপারেশন প্ল্যাটফর্ম’ নামের এ জোটের লক্ষ্য হল কোভিড-১৯ এর টিকার গবেষণা, উন্নয়ন, বিতরণ এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতি গতিশীল করা। নিবন্ধটি লিখেছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলন, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন। তারা লিখেছেন, বিশ্বের সব প্রান্তে এ মহামারী বিপর্যয় ও যন্ত্রণা ছড়িয়ে দিয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে আমরা জিতবই। ইউরোপীয় নেতারা বলছেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে একত্রিত হয়ে সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে হবে টিকা উদ্ভাবন, চিকিৎসা ও থেরাপির জন্য। যাতে করে আবারও পৃথিবীকে সুস্থ করে তোলা যায়। এর আওতায় থাকবে বিশ্বের সবার জন্য স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করা এবং আফ্রিকার দিকে বিশেষ নজর দেয়া। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম ট্রাস্ট এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে লকডাউন শিথিল করছে ইউরোপের দেশগুলো।