আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মহারণের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা

মহারণের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২২ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলো আফগানিস্তান। এ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানরা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর থেকে আজকের ম্যাচের আগ পর্যন্ত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৯টি। যার মধ্যে মাত্র ২বার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান, বাকি ৭টি ম্যাচে জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া।

তবে পাকিস্তানের কাছে এমন অর্জন আছে যা ভারতের ৭টি ম্যাচের জয়কে মলিন করে দিতে পারে এক নিমিষে। গেলো বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। তাও আবার যেমন-তেমন জয় নয়, ১০ উইকেটের বিশাল জয়। ভারতের করা সাত উইকেটে ১৫১ রানের লক্ষ্যকে কোনো উইকেট না হারিয়ে ১৩ বল বাকি থাকতে টপকে যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

সেই ম্যাচের পর আজ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। তাই আজকের ম্যাচটি পাকিস্তানের কাছে জয়ের দাপট বজায় রাখার হলেও ভারতের জন্য প্রতিশোধ নেয়ার। এখন দেখার পালা কার মুখে হাসে বিজয়ের হাসি।

ভারতের সম্ভাব্য স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, রিশাব পান্ত, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেস খান।

পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ হারেস, হারিস রউফ, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, মুহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।