আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে ৩ নারী আটক

মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে ৩ নারী আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা : শনিবার ভোরে মহেশপুর শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ৩ জন নারীকে আটক করে বিজিবি। বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্ত শ্রীনাথপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কমলেশ্বরদী গ্রামের আজিজুল মোল্লার স্ত্রী রোজিনা খাতুন (২৪), একই থানার দাতপুর গ্রামের আব্বাস বিশ্বাসের মেয়ে সামিয়া আক্তার (২৩) এবং একই জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের শিপন খন্দকারের স্ত্রী আলো বেগম (৩০)। মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে