আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২১ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন, নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫)। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রী জানান, সোমবার ভোর ৬টার দিকে বরিশালের বাকেরগঞ্জের দিক থেকে অটোরিকশাটি বরিশাল নগরীতে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকি‍ৎসক টেম্পোর যাত্রী নির্মাণ শ্রমিক নাসিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে (৩২) ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া নাসির নামে আরও একজন আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।