আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২১ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) ও আব্দুল খালেক (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আঠারবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক নামে বৃদ্ধের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিন (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন। মুজিবুর রহমান (৩৫) নামের অপর আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।