আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাকে নিয়ে সুশান্তের আবেগঘন লেখা ভাইরাল

মাকে নিয়ে সুশান্তের আবেগঘন লেখা ভাইরাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের তরুণ তুর্কী সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। তার আত্মহত্যা যেন কেউ মানতেই চাইছে না।

কলেজে পড়াকালীন সময়েই মাকে হারান সুশান্ত। মৃত্যুর আগে বারবার মাকেই স্মরণ করেছেন তিনি। তার দেওয়া সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই কথায় বলে।

গত ৩ জুন নিজের অনুভূতি ব্যক্ত করে মায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশান্ত। সেখানে লিখেছিলেন, ‘চোখের জলে অস্পষ্ট হয়ে যাওয়া অতীত। অন্তর্নিহিত স্বপ্নগুলি হাসির সিন্দুক খোদাই করেছে। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুজনের মধ্য়ে আলোচনা, মা।’

এই পোস্ট দেখে ধারণা করা হচ্ছে সেই সময় থেকেই আত্মহত্যার পরিকল্পনা করছিলেন সুশান্ত। রোববার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।

বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। কেদারনাথ অভিনেতার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ বলিউড।

জানা গেছে, ২০০২ সালে যখন সুশান্তের মা মারা যান, তখন সুশান্ত কলেজে পড়েন। ২০১৬ সালে সুশান্ত মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি ট্যাটুও করান। যেখানে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি। আরও ছিল শিশু কোলে এক মায়ের ছবি। যেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘মাদার অ্যান্ড মি’।