আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাকে হারিয়ে পরদিনই শ্যুটিংয়ে কাঞ্চন মল্লিক

মাকে হারিয়ে পরদিনই শ্যুটিংয়ে কাঞ্চন মল্লিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ৫:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মাত্র একদিন আগেই মাকে হারিয়েছেন। সবথেকে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তবুও আবার রোববার সকালেই হাজির হন শ্যুটিংয়ে।

কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর খবর ও পরদিন শ্যুটিংয়ে আসার কথা ফেসবুকে সকলের সঙ্গে শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। লিখেছেন, ‘একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু।’

রুদ্রনীল ঘোষের শেয়ার কথা এই পোস্টের নিচে অনেকেই নানান মন্তব্য করেছেন। অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পাশাপাশি, তার প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনাও করেছেন অনেকেই। প্রসঙ্গত, বিভিন্ন ছবিতে ‘কমেডি’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি, টেলিভিশনেও বেশ জনপ্রিয় কাঞ্চন মল্লিক। সূত্র: জি নিউজ।