আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মাগুরা-১ এ মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

মাগুরা-১ এ মনোনয়ন পেলেন সাকিব আল হাসান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। পরে তিনটি আসনেই তিনি মনোনয়নপত্র জমা দেন। মাগুরা-১ ছাড়াও মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। মাগুরা-১ আসন সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত।