আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাজেদের ফাঁসি আজ, তওবা পড়ালেন ইমাম

মাজেদের ফাঁসি আজ, তওবা পড়ালেন ইমাম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ৬:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি আজ (শনিবার) রাতেই কার্যকর হচ্ছে। আর ফাঁসি কার্যকরের প্রস্তুতি দেখতে কারাগারে প্রবেশ করেছে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। মোস্তফা কামাল পাশা বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি রাত ১২টার পরে যেকোনো সময় কার্যকর করা হবে। জানা গেছে, ইতোমধ্যেই আব্দুল মাজেদকে তওবা পড়ানো হয়ে গেছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। জ্বলছে আলো। কারা ফটকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। অতিরিক্ত পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে এখানে। রয়েছেন কারারক্ষীরাও। উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।