আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাঠে থাকবে সেনাবাহিনী, বের হলেই শাস্তি

মাঠে থাকবে সেনাবাহিনী, বের হলেই শাস্তি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২১ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার থেকে সাতদিন কঠোর লকডাউনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৩০ জুন) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর হবে। আদেশ অনুযায়ী এই সাতদিন মানুষকে ঘরে থাকতে হবে। আর মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব‍্যবস্থা নেবে। একইসঙ্গে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানে দেশজুড়ে আর্মি মাঠে থাকবে।

প্রজ্ঞাপনে যেসব বিধি নিষেধ আছে-

১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৬. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৭. ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

৯. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান, কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১০. বন্দরসমূহ (বিমান, সমুদ্র ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১১. শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

১২. কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা জায়গায় কেনাবেচা হবে।

১৩. অতি প্রয়োজনীয় বিষয় ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি পেতে হবে।

১৪. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। সেক্ষেত্রে টিকিট প্রদর্শন করে নিজস্ব গাড়িতে যাতায়াত করতে পারবে।

১৫. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ পড়ার বিষয়টি নিয়ে নির্দেশনা দিবে ধর্ম মন্ত্রণালয়।

১৬.সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার অনলাইনে কেনাবেচা করা যাবে।

এদিকে সীমিত পরিসরের লকডাউনের শেষ দিনে বাড়ি যেতে উপচে পড়া ভীড় মানুষের। সকাল থেকেই রাজধানীর সবগুলো প্রবেশ ও বাহির হওয়ার পথ, সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।