আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মাতাল হয়ে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পেলোসির স্বামী গ্রেপ্তার

মাতাল হয়ে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পেলোসির স্বামী গ্রেপ্তার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২২ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মাতাল হয়ে গাড়ি চালিয়েছেন- এমন সন্দেহে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির ৮২ বছর বয়সী স্বামী পল পেলোসিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল। নাপা কাউন্টি শেরিফ কার্যালয় সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

পুলিশ রেকর্ড অনুসারে, পল পেলোসিকে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়। রোববার ভোর ৪টা ১৩ মিনিটে তাকে জেলে পাঠানো হয়েছিল। পরে ৫ হাজার ডলারে সকাল ৭টা ২৬ মিনিটের দিকে তিনি মুক্তি পান।

তার বিরুদ্ধে রক্তে দশমিক শূন্য ৮ বা তার বেশি অ্যালকোহলের মাত্রা নিয়ে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। ন্যান্সি পেলোসি এখনও প্রকাশ্যে তার প্রায় ৬০ বছরের স্বামীর গ্রেপ্তারের কথা স্বীকার করেননি। তবে তার মুখপাত্র বার্তাসংস্থা এপিকে বলেন, ‘স্পিকার পূর্ব উপকূলে থাকাকালে এ ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করবেন না।’