আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল মাত্র দুই মিনিটে

মাত্র দুই মিনিটে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:৩১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


Milkshake2অনলাইন লাইফস্টাইল ডেস্ক: পুরো রমজান মাসে মাত্র দুই মিনিটে তৈরি করা যায় পুষ্টিকর পানীয়ের রেসিপিগুলো ।

ম্যাংগো মিল্ক শেক

পাকা আম ৪ টি, মধু ৩ টেবিল চামচ, ভ্যানিলা ইসক্রিম ৪ স্কুপ, দুধ ৬ কাপ, বরফ কুচি।

আম কুচি করে কাটুন। ব্লেন্ডারে আমের সঙ্গে মধু , দুধ ও আইসক্রিম দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন।বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কমলার শরবত

উপকরণ : কমলা ৪টি, চিনি ২ টেবিল চামচ, পানি ১০০ মিলি।

প্রণালী: প্রথমে কমলাগুলো ছিলে নিতে হবে। তারপর চিনি ও পানি দিয়ে একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে নিতে হবে। একটি স্বচ্ছ গ্লাসে শরবত ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি জুস

উপকরণ :দই ২৫০ গ্রাম, পানি ২৫০ গ্রাম, স্ট্রবেরি ৪টা, চিনি পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন
প্রথমে ব্লেন্ডারে দই দিন।
এরপর স্ট্রবেরি, পানি ও চিনি দিয়ে ব্লেন্ড করুন।
ফ্রিজে কিছুক্ষণ রেখে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

লাচ্ছি

উপকরণ: দই এক কাপ, চিনি ২ টেবিল চামচ, ঠাণ্ডা পানি ১ কাপ, বরফ কুচি , গোলাপ জল।

প্রণালী: দই ফেটে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর চিনি মেশান। গোলাপ জল ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।