আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মাত্র ৫০ টাকায় ধোনির হাঁটুর চিকিৎসা

মাত্র ৫০ টাকায় ধোনির হাঁটুর চিকিৎসা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২২ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   খেলোয়াড়ি জীবনে যেকোনো ছোটখাটো ইনজুরিতেও সর্বোচ্চ মানের চিকিৎসা মুহূর্তের মধ্যেই পেয়ে যেতেন মহেন্দ্র সিং ধোনি। খেলা ছাড়ার পর যে সেই অবস্থা নেই, তাও নয়। তবু নিজের হাঁটুর চোট সাড়াতে আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে ছুটলেন ধোনি। গত কয়েক মাস ধরেই হাঁটুর অসহনীয় ব্যথায় ভুগছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলেও মেলেনি ব্যথা থেকে মুক্তি। তাই শেষমেশ আয়ুর্বেদিক চিকিৎসকের দ্বারস্থ হলেন এ মারকুটে ব্যাটার।

নিজের বাবা-মায়ের হাঁটুর ব্যথার সফল চিকিৎসা দেখেই বন্ধন সিংয়ের কাছে গিয়েছেন ধোনি। তাকে দেখে বন্ধন সিং জানিয়েছেন, ক্যালসিয়ামের অভাবে মূলত এই ব্যথার ভুগছেন ধোনি। তাই তাকে সে অনুযায়ী পথ্য দিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক।

বন্ধন সিং বলেছেন, ‘আমি তাকে পরামর্শপত্রের জন্য ২০ রুপি ও ওষুদের জন্য ২০ রুপি চার্জ করেছি। ধোনি যখন এসেছেন আমি তাকে প্রথম চিনতেই পারিনি। আমি ধোনির বাবা-মায়েরও চিকিৎসা করেছি। তারা তিন মাস ধরে আমার ওষুধ গ্রহণ করছেন।’