আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ মাথা কাটার পরও কয়েক সপ্তাহ বেঁচে থাকে তেলাপোকা!

মাথা কাটার পরও কয়েক সপ্তাহ বেঁচে থাকে তেলাপোকা!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


bigstocঅনলাইন ডেস্ক: মাথা কাটা গেলও মানে প্রাণ গেল, এটাই স্বাভাবিক। কিন্তু তেলাপোকার ক্ষেত্রে ভিন্ন! মাথা কাটা গেলেও এরপর অন্তত কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে এই কীটপতঙ্গটি। কিন্তু, এটা কিভাবে সম্ভব? মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে খাদ্যগ্রহণ এবং রক্তচাপ সবকিছুই নিয়ন্ত্রণ মাথা দিয়ে হয়।

কিন্তু, তেলাপোকার ক্ষেত্রে তার রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয়। এমনকী, মাথা দিয়ে তেলাপোকার হৃদযন্ত্র নিয়ন্ত্রিত হয় না। এছাড়া, তেলাপোকার মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলোর সংযোগ একদম নেই।

ফলে তেলাপেকার মাথা কাটা গেলে তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায়। এরপর যতক্ষণ না অন্য কোনো তেলাপোকা তাকে খেয়ে ফেলছে কিংবা পিঁপড়ার দল চেপে বসছে ততক্ষণ পর্যন্ত মাথা কাটা তেলাপোকার দেহ থেকে প্রাণ যায় না। মাথা কাটা যাওয়া তেলাপোকার শরীর ২০ দিনের মধ্যে ব্যাক্টেরিয়া অথবা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। আর এভাবেই আস্তে আস্তে মৃত্যুর পথযাত্রী হয় মাথা কাটা যাওয়া তেলাপোকা।