আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাদকবিরোধী প্রচারে দেব, দিলেন বিশেষ বার্তাও

মাদকবিরোধী প্রচারে দেব, দিলেন বিশেষ বার্তাও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২১ , ১:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : মাদকের নেশা ধীরে ধীরে গ্রাস করছে যুব সমাজকে। তলানিতে নিয়ে যাচ্ছে সমাজের একাংশকে। আর তাই যেকোনো ধরনের মাদকের বিরুদ্ধে গোটা বিশ্বের লড়াই বহুদিনের। এই লড়াইয়ে শামিল হয়েছে কলকাতা পুলিশও। আর মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের সঙ্গে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভিডিওবার্তা দিলেন অভিনেতা দেব। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। নিজের টুইটার হ্যান্ডেলে দেব নিজেও সেটি শেয়ার করলেন।

ভিডিওতে তিনি নিজের ক্যারিয়ারের উত্থান-পতনের বিস্তারিত তুলে ধরেছেন। দেব বলেন, “আমি ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু, কখনও হাল ছাড়িনি। ক্যারিয়ারে কখনও ভাল সময়, কখনও খারাপ সময় গেছে। কিন্তু, এটা কখনও মনে হয়নি যে আমার ড্রাগস নেওয়া উচিত। বন্ধুরা একটাই কথা বলব, ড্রাগস কখনও আপনার কঠিন সময়কে সহজ করে দিতে পারে না। আবার এটাও সত্যি, আপনার ভাল সময় আনন্দটাকে দ্বিগুণ করে দিতে পারে না। প্রথম দিনেই ড্রাগসকে ‘না’ বলুন। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য, বন্ধুবান্ধবদের জন্য। এটা শুধু আপনাকে নয়, সবাইকে শেষ করে দেবে।

আপনাদের জমানো টাকা, ঘরবাড়ি, সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ, ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসুন। নেশা যদি করতেই হয় তাহলে, খেলাধূলা, গানবাজনা, ড্রামা, পৃথিবীতে অনেক ভাল ভাল জিনিস আছে। সেটা আপনার মন ভাল করে দিতে পারে। জানি, যাঁরা নেশায় যুক্ত আছেন, বেরতে পারছেন না তাঁরা ভাবছেন এই কথাগুলোর কোনও দাম নেই। কিন্তু, মনে রাখবেন মানুষ মানেই চেষ্টা। আপনারা যদি চেষ্টা করেন। তাহলে বেরোতে পারবেন। বাবা-মা, স্ত্রী-বাচ্চা, বন্ধু-বান্ধবদের কথা ভাবুন। একটাই অনুরোধ, Say no to Drugs।”

কলকাতা পুলিশের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন দেব। তিনি বলেন, “এটা খুবই সুন্দর উদ্যোগ। কলকাতার মানুষকে কীভাবে ড্রাগস থেকে মুক্তি দেওয়া যায়? ড্রাগসকে আমরা কীভাবে না বলতে পারি? ভাল সময় তো সবসময় আছে। খারাপ সময়ে ড্রাগসকে সঙ্গী হিসাবে নেওয়া উচিত নয়। মানুষ সব কিছুই পারে। আপনার যদি চান, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনিও এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।”

তবে শুধু দেব নয়, টলিউডের আরও অনেক তারকাই কলকাতা পুলিশের এই উদ্যোগে শামিল হয়েছেন। ভিডিওবার্তায় মাদকের বিরোধী প্রচারে অংশ নিয়েছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই।