আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাদক মামলায় পরীমনি ও রাজসহ চারজন ৪ দিনের রিমান্ডে

মাদক মামলায় পরীমনি ও রাজসহ চারজন ৪ দিনের রিমান্ডে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরী মনি ও প্রযোজক রাজসহ চার আসামিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ রিমান্ড আদেশ দেন।

এর আগে রাত ৮টা ২৮ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের জোর দাবি জানানো হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পরীমনি, রাজের ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে।

গত বুধবার (৪ আগস্ট) বিকেলে ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার বনানীর বাসা চারদিক ঘিরে ফেলে প্রায় চার ঘণ্টা ভেতরে তল্লাশি শেষে পরী মনিসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ, এলএসডি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই রাতে বনানীর ৭ নম্বর রোডে পরী মনির বন্ধু রাজের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ উদ্ধার হয়।