আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাদারগঞ্জে সৎ মায়ের হাতে যুবক খুন

মাদারগঞ্জে সৎ মায়ের হাতে যুবক খুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Murderজামালপুর: জামালপুরের মাদারগঞ্জে সৎ মা ও বোনের মারধরে লাঞ্জু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১২ জুন) রাত ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত লাঞ্জু ওই গ্রামের লালু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে পানি জমাট বাধা নিয়ে লাঞ্জুর সঙ্গে তার সৎ মা বেদনা বেগম ও বোন লিজার ঝগড়া হয়। এর এক পর্যায়ে তাদের মারধরে লাঞ্জু গুরুতর আহত হন।

এ সময় আশঙ্কাজনক অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে তিনি মারা যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা বেদনা ও বোন লিজাকে আটক করেছে পুলিশ।