আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মানিকগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


downloadমানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকা থেকে রেহেনা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেহেনা বেগম বাগজান এলাকার সন্টু খানের স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে রেহেনা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকার কারণে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।