আজকের দিন তারিখ ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মানিকগঞ্জে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

মানিকগঞ্জে পিকআপ ভ্যানচাপায় নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Md.Nurulমানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় নুরুল হক (৬১) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হকের বাড়ি সদর উপজেলার জয়রা এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকালে বাইসাইকেলে করে ভাটবাউর এলাকায় যাচ্ছিলেন তিনি।

এ সময় পাটুরিয়াগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।