আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মানিকগঞ্জে হাসপাতালের আইসোলেশনে নারীসহ ৩ জনের মৃত্যু

মানিকগঞ্জে হাসপাতালের আইসোলেশনে নারীসহ ৩ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৯:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। হাসপাতালে মারা যাওয়া রোগীরা হলেন– সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মণ্ডল (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আবদুল মাজেদ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের জরিনা বেগম (৫৪)। তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে স্বপন কুমার মণ্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। করোনা উপসর্গ থাকায় তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার দিবাগত মধ্যরাতে তারা মারা যান।অন্যদিকে শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকালে জরিনা বেগম হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে বুধবার বিকালে তিনি মারা যান। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে বুধবার রাতে নিজ এলাকায় জরিনার মৃতদেহ দাফন করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে স্বপনের মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে মাজেদের মৃতদেহ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ নিতে আসেননি বলে জানান আরশাদ উল্লাহ। এটি এখনও হাসপাতালেই রয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার ফল পাওয়া যায়নি।