আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মানিকের সুরে নকুল কুমারের ‘ফেসবুক’

মানিকের সুরে নকুল কুমারের ‘ফেসবুক’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


MANIKঅনলাইন প্রতিবেদক : দুই প্রজন্মের দুই জীবনধর্মী শিল্পী এক হয়ে তৈরি করলেন ব্যতিক্রমী একটি ভিডিও গান৷ চলতি প্রজন্মের জীবনমুখী গানের তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের সুরে গান গাইলেন সুখ্যাত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।

একদিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার/মাঝখানে রাজত্ব করে ইউটিউব/তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম/ব্যস্ত ব্যস্ত খুব খুব/প্রযুক্তির নেই তো দোষ/ রাখতে হবে শুধু হুশ/ বিপথগামী হলেই হবে ফুস!—

এমনই কথার গানটি লিখেছেন আলামীন হাওলাদার৷ সঙ্গীত আয়োজন করেছেন তানভীর তারেক।
ভিডিওটির চিত্রনাট্য তৈরি করেছেন ও নির্দেশনা দিয়েছেন মানিক৷ ভিডিওতে দেখানো হয়েছে বর্তমান সময়ের চরম বাস্তবচিত্র৷ ফেসবুকের ফেইক আইডিতে ভাই-বোনের প্রেম, অতঃপর ভাইয়ের মৃত্যুর ঘটনা চিত্রায়িত হয়েছে ভিডিওটিতে৷ ভিডিওতে নকুল কুমারসহ অংশ নিয়েছেন বেশ কয়েকজন৷

গানটি ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেল প্রচারিত হচ্ছে৷ ফেসবুক শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে www.youtube.com/user/amirulmomeninmanik এই ইউটিউব চ্যানেলে৷

আমিরুল মোমেনীন মানিক ইতোমধ্যে অবাক শহরে, মা এবং আয় ভোর-এই তিনটি এ্যালবাম প্রকাশিত হয়েছে৷ এছাড়া, নচিকেতার সঙ্গে মানিকের গাওয়া আয় ভোর গানটিও বেশ আলোচিত৷