আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি মানুষ যখন আনন্দ পায়, তখন বিএনপি কষ্ট পায় : কাদের

মানুষ যখন আনন্দ পায়, তখন বিএনপি কষ্ট পায় : কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২২ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার পরও বিএনপি নেতাদের নেতিবাচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়। আজ শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংকরোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবারের ঈদে বিগত যেকোনো সময়ের তুলনায় সড়কের পরিস্থিতি ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে নিজে উচ্ছ্বসিত বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি। শেখ হাসিনাকে ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবিলা করেছেন এবং করছেন।