আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ, লাশ নিচ্ছে না সন্তানেরা

মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ, লাশ নিচ্ছে না সন্তানেরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২০ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ততম অভিনেত্রী মিনু মমতাজ। মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাইয়ের মেয়ে সিলভা। তিনি জানান, চাচী দীর্ঘদিন ধরে কিডনী ও চোখের সমস্যায় ভুগছিলেন। এদিকে কয়েকদিন ধরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এসময় সিলভা একটি অভিযোগও করেন। তিনি জানান, চাচীর মরদেহ এখনও হাসাপাতালের মর্গে রয়েছে। তার চিকিৎসায় প্রায় ৩ লাখের বেশি বিল এসেছে। যা পরিশোধের জন্য চাচীর ছেলেরা আসছেন না। তাই আমরা এখান তার মরদেহও বের করতে পারছি না। তিনি জানান, মিনু চাচীর ছেলেরা সবাই ঢাকার বাইরে। মৃত্যুর খবর শুনেই আসতে অপারগ তারা। এমতাবস্থায় মর্গে পড়ে আছেন চাচী। এর আগে অভিনেত্রী মিনুকে চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।