আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মারুফের কন্ঠে নিথরের ভাবনার আলপনা

মারুফের কন্ঠে নিথরের ভাবনার আলপনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২০ , ৪:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সম্প্রতি করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে ‘সাইরেন’ শিরোনামে একটি লেখা ফেসবুকে পোস্ট করেন মূকাকু খ্যাত অভিনেতা নিথর মাহবুব। এটি নিজের কন্ঠে আবৃত্তি করে তা ভিডিও চিত্রসহ প্রকাশ করলেন তরুণ আবৃত্তি শিল্পী জে. এম. মারুফ সিদ্দিকী। ভিডিওটির আবহ ভিডিও সংগ্রহ ও সম্পাদনা করেছেন রাজীব আহমেদ। বক্স অফিস বিডি নামে ইউটিউব চ্যানেলে ১৭মে এটি প্রকাশ করা হয়েছে। কবিতাটি শুধু করোনার পরিস্থিতি বা আমাদের দেশের প্রেক্ষাপট নিয়েই নয় এর পাশাপাশি সুন্দর ভাবে উঠে এসেছে সারা বিশ্বের পরিবেশ বিপর্যয়ের কথা, আগামীর কথা, মানুষের আত্মঘাতী সব কর্মকান্ডের কথা। নিথর মাহবুব বলেন, আমি যেহেতু কবি নই তাই লেখাটি নিয়ে দ্বিধায় ছিলাম, কিন্ত যখন দেখলাম অনেকে পছন্দ করে আবৃত্তি করতে বলছে তখন কিছুটা স্বস্তি পাই, কিন্ত সত্তিই যে এই লেখা কারো কন্ঠে আবৃত্তি হবে আবার তার ভিডিওচিত্র হবে এটা ভাবিনি মারুফ বলেন, কবিতাটি ফেসবুকে পোস্ট দিয়ে নিথের ভাই লিখেছেন এটি তার ভাবনার আলপনা। আমার মনে হয়েছে এটি কবিতা এবং প্রতিটি মানুষকেই স্পর্শ করবে। নির্বাক শিল্পের মানুষ হলেও নিথর ভাই ভাল আবৃত্তি করতে পারেন, তাই ভেবেছিলাম ‘সাইরেণ’ তিনি নিজেই আবৃত্তি করবেন। কদিন পরে নিথর ভাইকে ফোন দিলে জানলাম নিজের লেখা বলেই এটি তিনি আবৃত্তি করেছেন না। পারে আমি লেখাটি আবৃত্তি করতে আগ্রহী হলাম। করোনা ভাইরাস পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় মারুফ সাইরেণসহ মোট ছয়টি কবিতা নিজের কন্ঠে আবৃত্তি করে তা ভিডিও আকারে প্রকাশ করেছেন। তার মধ্যে আছে কবি মিজানুর রহমান পলাশের ‘আজ পহেলা বৈশাখ’ ও ‘মুক্তির প্রার্থনা’, কবি শাহিন রেজা রাসেলের ‘ফ্রন্টলাইনের যোদ্ধা’, কবি শফিকুল ইসলাম শফির ‘শেষ মিনতি’ ও ‘মানবতার জয়’। ২০০৯ সাল থেকে মারুফ আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের সঙ্গে যুক্ত আছেন। কন্ঠশীলনে তার অংশগ্রহনের আবৃত্তি প্রযোজনার মধ্যে আছে, ‘গান্ধারীর আবেদন’, ‘যুদ্ধ শেষের যুদ্ধ’, ‘বঙ্গবন্ধুঃ ভালবেসে হৃদয়ে রেখেছি’, ‘মহুয়া সুন্দরী’, ‘করতলে ছিন্ন মাথা’ ইত্যাদি। কণ্ঠশীলনের নিয়মিত আয়োজন ‘কবিতায় সারাবেলা’ ও ‘নবীন আলাপ’সহ প্রায় সকল আবৃত্তি অনুষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত আছেন। এছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন ও বেতারে তিনি আবৃত্তি করেন। পাশাপাশি নাট্যাঙ্গনেও তার পদার্পণ কণ্ঠশীলনের মাধ্যমেই। কণ্ঠশীলনের প্রযোজনায় নাটক ‘উত্তরবংশ’, ‘যা নেই ভারতে’ এবং ‘যাদুর লাটিম’ নাটকে অভিনয় করেন মারুফ। এছাড়াও তিনি অনুষ্ঠানও উপস্থাপনা করেন।