আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র মার্কিন আদালতে বিচারক হচ্ছেন প্রথম যে ভারতীয় নারী

মার্কিন আদালতে বিচারক হচ্ছেন প্রথম যে ভারতীয় নারী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : মার্কিন আদালতে বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত নারী। বুধবার কানেক্টিকাট জেলা আদালতের বিচারক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সরলা বিদ্যা নাগালাকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় হোয়াইট হাউস। খবর জি নিউজের।
বর্তমানে কানেক্টিকাট জেলার মার্কিন অ্যাটর্নি অফিসে মেজর ক্রাইমস্ শাখার ডেপুটি চিফ পদে রয়েছেন সরলা। ২০১৩ সাল থেকে এই পদ সামলেছেন তিনি। সেনেট হাউস নিশ্চিত করলে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই প্রথম কোনও নারী বিচারক হিসেবে মার্কিন আদালতে দায়িত্ব পালন করবেন। ২০০৮ সালে ইউসি বার্কলে স্কুল অব ল থেকে নাগালা আইনশাস্ত্রে তার ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০৫ এ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি। ইতিমধ্য়েই ঐতিহাসিক এই মনোনয়নের জন্য সরলা বিদ্যা নাগালাকে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল এশিয়া প্যাসিফিক আমেরিকান বার অ্যাসোসিয়েশন।