আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মার্কিন কংগ্রেসে খোলা চিঠি পাঠালেন ব্রিটিশ রাজবধূ মার্কেল

মার্কিন কংগ্রেসে খোলা চিঠি পাঠালেন ব্রিটিশ রাজবধূ মার্কেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলা চিঠি লিখেছেন। সেখানে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করা উচিত বলে উল্লেখ করেছেন মেগান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার (২০ অক্টোবর) মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা ওই চিঠিতে মেগান মার্কেল বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা নই। কোনো রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই এখানকার একজন নাগরিক এবং সন্তানের মা।’ চিঠিতে তিনি লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা আনন্দিত। পরিবারে নতুন সদস্য আগমনের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবাই এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।
এনডিটিভি জানাইয়, কংগ্রেসে পাঠানো চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। বর্তমানে এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।