মার্কিন নাগরিকত্ব ছাড়ছেন রেকর্ড সংখ্যক মানুষ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২০ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র
দিনের শেষে ডেস্ক : চলতি বছর রেকর্ড সংখ্যক মানুষ মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বলে নিউ ইয়র্ক ভিত্তিক এক প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয়েছে। ২০২০ সালের গত ৬ মাসে ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বামব্রিজ অ্যাকাউন্ট্যান্টস নামের প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়েছে, গত ২০১৯ সালে মোট ২ হাজার ৭২ জন মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন। এ বছর সংখ্যাটা অনেক বেশি। খবর সিএনএনের
মূলত দু’টি কারণে রেকর্ড সংখ্যক মানুষ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন বলে ওই গবেষণায় বলা হয়েছে। একটি কারণ-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং অপরটি অতিরিক্ত কর। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও উচ্চ হারে প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়।
গবেষণায় আরও বলা হয়েছে, আরও উল্লেখযোগ্য মানুষ মার্কিন নাগরিকত্ব ছাড়ার অপেক্ষায় আছেন। নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন তারা। নির্বাচনে ডোনাল্ট ট্রাম্প আবার নির্বাচিত হলে নাগরিকত্ব ছাড়ার হিড়িক পড়তে পারে।