মার্কিন ভিসা নীতি সমর্থন করি: জিএম কাদের
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসা নীতি সমর্থন করেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, ‘ভিসা নীতিতে যা বলা হয়েছে তা দেশের ও জনগণের পক্ষে। অবাধ সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, তাদের সে দেশে ঢুকতে দেওয়া হবে না। সেখানে শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। এখানে অখুশি হওয়ার মতো কিছু দেখি না।’ সোমবার (১২ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের রাইফেলস ক্লাবে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এখন শ্রীলংকার মতো পরিস্থিতি চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে ও আমদানি কমেছে। সবমিলিয়ে আমরা শ্রীলংকার মত পরিস্থিতি দেখতে পাচ্ছি।’
জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।