আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বিস্ফোরণে আহত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বিস্ফোরণে আহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২১ , ১০:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ রাজধানী মালেতে তার বাড়ির বাইরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণে আহত হয়েছেন। খবর রয়টার্স নাশিদ মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার। দেশটির পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিএসএম জানিয়েছে, এ ঘটনায় একজন বিদেশী পর্যটকও আহত হয়েছেন। নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। টুইট তিনি বলেন, পার্লামেন্টের স্পিকার, প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর সন্ধ্যায় আক্রমণের তীব্র নিন্দা জানাই।

‘‘আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের কোনো জায়গা নেই। প্রেসিডেন্ট নাশিদ এবং আর যারা এ আক্রমণে আহত হয়েছেন, তাদেরসহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নাশিদ ২০০৮ সালে মালদ্বীপে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে ক্ষমতা ছাড়েন। এরপর ২০১৯ সাল থেকে তিনি পার্লামেন্ট স্পিকার হিসাবে আছেন।